চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে প্রবাসী আয় এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২৬ হাজার ৫০০ কোটি (ডলারপ্রতি ১২২ টাকা ধরে) টাকার বেশি। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১০ কোটি ৮৬ লাখ ডলার।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা যায়, এই ২০ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ২১ কোটি ৫২ লাখ ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকিং চ্যানেলে—১৫৮ কোটি ১৩ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৪২ লাখ ডলার।
তবে এই সময়ে মোট ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং পাঁচটি বিদেশি ব্যাংক। এই ব্যাংকগুলো হলো- বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক পিএলসি, বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকের মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।
উল্লেখ্য, গেল নভেম্বর মাস ছিল চলতি অর্থবছরে রেমিট্যান্সের দিক থেকে সবচেয়ে শক্তিশালী সময়। সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, যা দৈনিক গড়ে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলারের সমান।
এমএ//