নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনাকে ‘বিভ্রান্তিকর প্রচার’ বলে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে সংঘটিত অযৌক্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটিকে কোনোভাবেই ‘বিভ্রান্তিকর প্রচার’ হিসেবে গ্রহণ করা যায় না।
বিবৃতিতে বলা হয়, গতকাল (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটা অযৌক্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটিকে ‘বিভ্রান্তিকর প্রচার’ (ভারতের বক্তব্য) হিসেবে গ্রহণ করা যায় না। দুর্বৃত্তদের বাংলাদেশ হাইকমিশনের ঠিক বাইরে তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যা কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল।
এই বিক্ষোভ সম্পর্কে হাইকমিশনকে আগাম তথ্যও দেওয়া হয়নি। ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতিশ্রুতির কথা আমরা উল্লেখ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন নাগরিকের ওপর বিচ্ছিন্ন হামলাকে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করি। কেননা, যুবককে পুড়িয়ে মারার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের আন্তঃসম্প্রদায় সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশ বিশ্বাস করে, নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এ অঞ্চলের সব সরকারের দায়িত্ব।
এমএ//