দেশজুড়ে

সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি বর্তমান সময় ডট কম নামে স্থানীয় একটি অনলাইনে পোর্টালের সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নগরের আড়ংঘাটা শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে আড়ংঘাটা শলুয়া বাজারে চায়ের দোকানে মিলনসহ কয়েকজন বসেছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে গুলি করে। এতে মিলন ও দেবাশীষ গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মিলন মারা যান। আহত অবস্থায় দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা