আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ১ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর এ শাহাদাত স্বজন। জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালিউল্লাহ এর কাছে অনানুষ্ঠানিক ভাবে এই মনোনয়ন ফরম তিনি সংগ্রহ করেন।
নূর এ শাহাদাত স্বজন বলেন, ‘আমি দলের ও বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়নপত্র বা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি’।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুন অর রশিদ জানান, ‘বিএনপি একটি গনতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। আর ইতোমধ্যেই সরকার যেমন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে, তেমনি আমাদের দলও মনোনয়ন দিয়েছে। তাই নির্বাচনী কার্যক্রম শুরু করতে অনানুষ্ঠানিক ভাবে আমাদের ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ও আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পক্ষে দলীয় নির্দেশনায় এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা এই মনোনয়নপত্র ঘোষিত সময়ে মধ্যেই জমা দান করবো’ ।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত এর ঢাকা দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন।
আই/এ