দেশজুড়ে

স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ফরিদপুরের সালথায় নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজু মাতুব্বর নামে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক স্ত্রী পরিচয়ে তরুণীকে বাড়িতে এনেছিল। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু পলাতক রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৩ সেপ্টেম্বর নাদেরা আক্তারকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন রাজু মাতুব্বর। রাজু চুরি, ছিনতাই ও মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একনাগাড়ে এলাকায় বেশিদিন থাকতেন না।

নাদেরাকে আনার পর থেকে তার ওপর নির্যাতন করত রাজু। শনিবার বিকেলে আবারও নাদেরাকে মারধর করেন। পরে  নাদেরাকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক দেখানোর পর আবার নাদেরাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর শনিবার রাতের কোনো এক সময় নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় সে

ঘরের মধ্যে নাদেরার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।  পুলিশ আজ রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি মো. আতাউর রহমান জানান, রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে রাখে। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায়। ঘাতক রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। শনাক্ত করার জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন