খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জুনায়েদ হোসেন। সে ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল জানান, শিশু জুনায়েদ হোসেন বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।
খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সন্তানের অকাল মৃত্যুতে ওই পরিবারটিতে এক শোকের ছায়া নেমে আসে।
ওসি শওকত আলী সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএ//