দেশজুড়ে

ফেনীতে রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতা, বিপৎসীমার ওপরে নদীর পানি

ছবি: সংগৃহীত

ফেনীতে টানা বর্ষণে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। গেল ২৪ ঘণ্টায় জেলায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। ভারী বৃষ্টির পাশাপাশি ভারতীয় সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পানিতে মুহুরী ও সেলোনিয়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

মঙ্গলবার (০৮ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে দেখা যায়, মুহুরী সেলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেলোনিয়া নদীর পানি বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিলো এবং মহুরী নদীর পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম গণমাধ্যমকে জানান, এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার শঙ্কা দেখা দিতে পারে। ইতোমধ্যে দুর্বল বাঁধগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, শহরে গত দুই দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ রেকর্ড হয়েছে ৪০৬ মিলিমিটার। আগামীতেও বৃষ্টিপাতের এই ধারা আরও ২–৩ দিন চলতে পারে বলেও জানান তিনি।

এদিকে টানা বৃষ্টিতে শহরের একাধিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি, পাঠানবাড়ী, নাজির রোড ও সদর হাসপাতাল মোড়ে পানি জমে গেছে। নিচু এলাকার দোকানপাটে পানি ঢুকে মালামালের ক্ষতি হয়েছে।

জলাবদ্ধতার বিষয়ে ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন জানান, অতিরিক্ত বৃষ্টির সঙ্গে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি দ্রুত নামছে না। তবে বৃষ্টি কমলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শহরের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য পৌরসভার ৭টি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন