আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বন্যাদুর্গতদের মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে বিতর্কে পাকিস্তান

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ডিতওয়াহর কারণে ভয়াবহ বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কা যখন সংকটের মুখে, ঠিক সে সময় পাকিস্তান থেকে পাঠানো ত্রাণের মধ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কলম্বো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাকিস্তানের পাঠানো বেশ কয়েকটি কার্টনে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী ওষুধ, খাদ্যপণ্য ও চিকিৎসা সামগ্রী পাওয়া যায়।

এ ঘটনায় শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা ও পররাষ্ট্র দপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ে। কলম্বো ইতোমধ্যে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, মানবিক সহায়তা পাঠিয়ে আন্তর্জাতিক ভাবমূর্তি শক্তিশালী করতে চাইলেও এমন অবহেলা পাকিস্তানের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন