আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

ছবি: সংগৃহীত

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ৬৩১ জনে দাঁড়িয়েছে। বন্যায় কবলিত স্থানগুলোতে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মালাক্কা প্রণালিতে মৌসুমি বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪ লাখ মানুষ। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৫০০ জন।

ইন্দোনেশিয়া ছাড়াও বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাও। এ দেশগুলোতে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পশ্চিম সুমাত্রা এবং উত্তর সুমাত্রার আচেহ প্রদেশ। সেখানকার লক্ষাধিক মানুষ এখনো ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা পায়ে হেটে, নৌকায় ও মোটরসাইকেলে করে উদ্ধারকাজ পরিচালনা করছেন । অনেক মানুষ এখনো ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছেন।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ায় এই বিধ্বংসী বন্যার কারণ দীর্ঘস্থায়ী লা নিনা চক্র। লা নিনা হলো প্রাকৃতিক জলবায়ুর এমন একটি চক্র, যেখানে প্রশান্ত মহাসাগরের পূর্বাংশ স্বাভাবিকের চেয়ে শীতল এবং পশ্চিমাংশ উষ্ণ হয়ে ওঠে। যার ফলে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে ঝড়-বৃষ্টি এবং মৌসুমি বৃষ্টিপাতকে আরও শক্তিশালী করে তোলে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন