আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ার বালির উপকূলের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এই নৌ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩৮ জন। দেশটির জাতীয় উদ্ধার সংস্থা জানায়, ফেরিতে মোট ৬৫ জন ছিলেন, যার মধ্যে ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

প্রতিবেদনে বলা হয়, বুধবার (০২ জুলাই) রাতে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে রওনা দিয়েছিল যাত্রীবাহী ফেরি ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’। বালির গিলিমানুক বন্দরের দিকে যাওয়ার পথে রওনা হওয়ার ৩০ মিনিট পরই ফেরিটি ডুবে যায়।

ফেরিটিতে ৫৩ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। সেই সঙ্গে ছিল ২২টি যানবাহন, যার মধ্যে ১৪টি ছিল বড় ট্রাক। ডুবে যাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। তবে সাগরে প্রায় দুই মিটার উঁচু ঢেউ থাকায় উদ্ধারকারীরা বেশ বেগ পেতে থাকেন।

রাতভর অভিযান চললেও অধিকাংশ নিখোঁজের সন্ধান মেলেনি। বর্তমানে ৯টি নৌযানের সহায়তায় তল্লাশি চালানো হচ্ছে, যার মধ্যে রয়েছে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোট।

উল্লেখ্য, বালি ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় পর্যটন দ্বীপ, যা প্রাকৃতিক সৌন্দর্য, সাগরসৈকত ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র। ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌযানই অন্যতম পরিবহন ব্যবস্থা। কিন্তু সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সেখানে প্রায়ই মারাত্মক নৌ দুর্ঘটনা ঘটে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন