পাহাড়ে সেনা অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনকে সংগঠনটির কমান্ডার বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী রুমার পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায়। এ সময় সংঘর্ষে কেএনএ’র দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যান। অভিযান শেষে তিনটি এসএমজি, একটি রাইফেল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতভর গোলাগুলির শব্দে এলাকা প্রকম্পিত ছিল। পরে তারা পাহাড়ের মধ্যে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
আইএসপিআর জানিয়েছে, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এদিকে, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার করিম। তিনি বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’
এমএ//