কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান নিয়ে লাঞ্চে শ্রীলঙ্কা
৮ উইকেটে ২২০ রান নিয়ে কলোম্বো টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ২৪৭ রানেই অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেরদের প্রথম ইনিংসে ব্যাট করতে মারমুখী হয়ে খেলছে শ্রীলঙ্কা।
কোনো উইকেট না হারিয়ে ২১ ওভারে ৮৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা ৬৪ বলে ৪২ ও লাহিরু উদারা ৬২ বলে ৪০ রান করে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১; দিনুশা ৩/২২, আসিতা ৩/৫১)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২১ ওভারে ৮৩/০ (নিশাঙ্কা ৪২*, উদারা ৪০*)।