প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন
সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা ও সমবেদনা জানানোর জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।
এ সময় প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্তদের প্রতি তার সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি শ্রীলঙ্কাকে সংকট মোকাবেলায় সহায়তা করার জন্য অতিরিক্ত জরুরি সহায়তা এবং দুর্যোগ-প্রতিক্রিয়া বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘যা কিছু প্রয়োজন তা করতে আমরা খুশি হবো’।
প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
কথোপকথনের সময় সিনিয়র সচিব এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।
আই/এ