দেশজুড়ে

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৫

ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টা ধরে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে

শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বেপাড়ীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর গ্রামে সংঘর্ষ চলে। এ সময় একটি দোকান এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর শনিবার সকালে একটি পক্ষ এলাকায় মহড়া দিয়ে ভাঙচুর চালানোর অভিযোগও পাওয়া গেছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পশ্চিম রাজৈর গ্রামে শহীদ শেখের মেয়ের বিয়েতে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। জুমার নামাজ চলাকালে এক মুসল্লি গান বাজানো বন্ধের আবেদন করলে, রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫) মসজিদে আলোচনা না করার অনুরোধ করেন। এরপর পাত্রীর চাচা অলি শেখের (৪০) সঙ্গে জাহাঙ্গীর খানের মধ্যে তর্ক হয়

এ ঘটনার জেরে সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বেপাড়ীপাড়া মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

পরবর্তীতে প্রশাসনের পরামর্শে বাদশাহ মীরসহ কয়েকজন স্থানীয় নেতা মীমাংসার জন্য জাহাঙ্গীর খানের বাড়িতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। সেখানে গুরুতর আহত হওয়া বাদশাহ মীরকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়

বাদশাহ মীর বলেন, ‘সালিশের জন্য কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গেই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি মারাত্মক আহত হই।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ‘সংঘর্ষ থামানোর পর মীমাংসার জন্য এক পক্ষ অপর পক্ষের বাড়িতে যায়। এ সময় আবার মারধরের ঘটনা ঘটে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মাদারীপুর #রাজৈর উপজেলা #তুমুল সংঘর্ষ #উচ্চশব্দে গান বাজানো