জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে।
সূত্র জানায়, বিষয়টি নিয়ে গতকাল শনিবার (০৩ জানুয়ারি) রাতে জরুরি সভা করে বিসিবি। প্রথমে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত থাকলেও ৪ জানুয়ারি পুনরায় বৈঠকে বসে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বিসিবি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাওয়ার পরই তারা এ বিষয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে।
গতকাল (০৩ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে মুস্তাফিজ ইস্যুতে প্রতিবাদ জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, যিনি একই সঙ্গে সরকারের আইন উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। ওই পোস্টে তিনি ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলে শ্রীলঙ্কায় খেলার দাবিতে বিসিবিকে নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন। পরে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও পৃথক ফেসবুক পোস্টে ঘটনার নিন্দা জানান।
এরপর রোববার (০৪ জানুয়ারি) বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ফেসবুক পোস্ট দেন আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এসি//