দেশজুড়ে

৬ দাবিতে পাবনায় অর্ধ দিবস হরতাল পালিত

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ও ২০১ জনের বিরুদ্ধে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোর দায়ের করা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ হরতাল পালিত হয়।

এ সময় ফতেমোহাম্মদপুর লোকোসেডে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে টায়ারের আগুন নিভিয়ে দেয় একপর্যায়ে পুলিশের সাথে হরতাল সমর্থনকারীরা বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। ঈশ্বরদী থানা পুলিশ  শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

হরতালের সময় ঈশ্বরদী বাজার ও পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা যায়। সড়কে যানবাহন তুলনামূলক কম চলাচল করেছে।

ঈশ্বরদী সচেতন নগরবাসীর আহ্বায়ক আ.ফ.ম রাজিবুল আলম ইভান জানান, প্রিপেইড মিটার লাগানো বন্ধ ও যে সব প্রিপেইড মিটার লাগানো হয়েছে এগুলো প্রত্যাহারের দাবিতে এবং আন্দোলনরত ২০১ জন সাধারণ নাগরিকের বিরুদ্ধে নেসকোর প্রকৌশলীর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা