ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক ভেনেজুয়েলায় সাময়িকভাবে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির বর্তমান অস্থির পরিস্থিতিতে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (০৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানায় স্টারলিংক।
স্টারলিংক জানায়, ভেনেজুয়েলার নাগরিকদের নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে এই সেবা চালু থাকবে।
এ সময়ের মধ্যে ভেনেজুয়েলাবাসী কোনো ধরনের খরচ ছাড়াই স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যা তথ্য আদান-প্রদান ও যোগাযোগ বজায় রাখতে সহায়ক হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন বাহিনী।
এমএ//