খেলাধুলা

ট্রাম্পের বিশেষ নৈশভোজে অতিথি রোনালদো

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রে সফররত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজ আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই বিশেষ নৈশভোজেই যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্বদের এই মিলনমেলায় রোনালদোর উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু

নৈশভোজ শুরু করার আগে প্রেসিডেন্ট ট্রাম্প রোনালদোর সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমার ছেলে রোনালদোর বিশাল ভক্ত। ব্যারন তার (রোনালদোর) সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। এরপর মজা করে বলেন, আমার মনে হয়, আপনাদের পরিচয় করিয়ে দেয়ার কারণে আমার প্রতি তার সম্মান কিছুটা বেড়ে গেছে।

এসময় ট্রাম্প রোনালদো এবং তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সেখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

এছাড়া এই নৈশভোজে রোনালদো ছাড়াও উপস্থিত ছিলেন ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও  মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বোসহ অনেকে।

উল্লেখ্য, লাস ভেগাসের ধর্ষণের অভিযোগ এবং আইনি জটিলতার কারণে দীর্ঘকাল যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চলছিলেন রোনালদো। ২০২৬ বিশ্বকাপের আগে তার এই সফর বেশ তাৎপর্যপূর্ণ ৪০ বছর বয়সী রোনালদো এই মুহূর্তে মাঠের বাইরেও কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত হচ্ছেন। তিনি ট্রাম্পের সঙ্গে বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করতে চেয়েছেন এবং সম্প্রতি তাকে প্লেয়িং ফর পিসলেখা একটি স্বাক্ষর করা জার্সিও পাঠিয়েছিলেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মোহাম্মদ বিন সালমানে #হোয়াইট হাউসে #ডোনাল্ড ট্রাম্প #মেলানিয়া ট্রাম্প #যুক্তরাষ্ট্রে