ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে লড়ছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনেই নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। মনোনয়ন দাখিল শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ঢাকা-৮ আসন গণতন্ত্রের জন্য আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। শরিফ ওসমান হাদি এই আসনের প্রথম গণতান্ত্রিক শহিদ। একই সঙ্গে সাম্য হত্যাকাণ্ডের ঘটনাও এখানেই ঘটেছে। এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাই এখন আমাদের প্রধান দাবি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহিদ ওসমান হাদির দেখানো পথ বাস্তবায়নের গুরুদায়িত্ব এখন তাঁর কাঁধে এসে পড়েছে। শুধু এই আসনে নয়, সেই আদর্শকে সারাদেশে ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা। জোটের প্রার্থী হিসেবে তিনি দুর্নীতি, ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং ‘আজাদি’ স্লোগানকে সামনে রেখে নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার করেন।

তার ভাষায়, ঢাকা-৮ আসনকে দেশের সবচেয়ে নিরাপদ ও গণতান্ত্রিক আসনে পরিণত 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি #ওসমান হাদি #এনসিপি