জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিয়েছে এলডিপি ও এনসিপি। এই অংশগ্রহণের মধ্য দিয়ে জোটটি ১০ দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করলো। এর আগে জোটে এবি পার্টির যুক্ত থাকার কথা শোনা গেলেও। এখন পর্যন্ত জোটে এবি পার্টি যোগ দেয়নি।
রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের একটি হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে এনসিপির কোন নেতা উপস্থিত ছিলেন না।
জামায়াতের আমির বলেন, ‘আজকে আরও দুটি দল আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। সেগুলো হলো— কর্ণেল (অব.) অলি আহমদের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। একটু আগে আমাদের সঙ্গে এনসিপির বৈঠকটি সমাপ্ত হয়েছে। তারা এ বৈঠকে আসার সময় ও সুযোগ পাননি। তাছাড়া দলীয় পরিসরে তারা একটি মিটিং করে, আজকে রাতেই তারা ঘোষণা দেবেন।’
আসন বিন্যাস নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত গণমাধ্যমকে জানানো হবে।
এটি কি নির্বাচন অথবা রাজনৈতিক জোট কি না এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা দেশ গঠনের জোট। এটা নির্বাচনের, রাজনৈতিক, সব ধরনের। ভবিষ্যতের আন্দোলনও আমরা এক সঙ্গে করবো, আশা করছি।’
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন, মাওলানা মামুনুল হক।
আই/এ