জাতীয়

ঢাকাগামী তিন লঞ্চের রুট পারমিট বাতিল

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা ও নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে পৃথক লঞ্চ দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় ঢাকাগামী তিন যাত্রীবাহী লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএলঞ্চটি তিনটি হলো- এমভি অ্যাডভেঞ্চার-৯, এমভি জাকির সম্রাট-৩ ও এমভি সুন্দরবন-১৬

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার।

গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের চার যাত্রী নিহত হন। এ ঘটনায় বিআইডব্লিউটিএ এমভি অ্যাডভেঞ্চার-৯ ও এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে

একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এ ঘটনায় দুই শ্রমিক নিহত হন

এ ঘটনার পর নৌ-পুলিশ সুন্দরবন-১৬ লঞ্চটি জব্দ করে। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নেওয়া হয়পরে বিআইডব্লিউটিএ লঞ্চটির রুট পারমিট বাতিল করে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #লঞ্চ