আইন-বিচার

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিনামূল্যে নিরাপদ খাবার পানি দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এমন ঘোষণা দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চের দেওয়া ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট।

২০২০ সালে দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়—নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কি না এবং এ অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না।

রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ে বলেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব।

রায়ে নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারকে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—দেশের সব পানির উৎস সংরক্ষণ করতে হবে, যাতে কোনো উৎস ক্ষয়প্রাপ্ত না হয়, শুকিয়ে না যায় বা দূষিত না হয়।

আদালত নির্দেশ দিয়েছেন, প্রাথমিকভাবে আগামী এক বছরের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ সব পাবলিক প্লেসে নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করতে হবে। 

এসব স্থানের মধ্যে রয়েছে—রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল, বিমানবন্দর, হাট-বাজার, শপিং মল, সরকারি হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত ও আইনজীবী সমিতি, লবণাক্ত উপকূলীয় এলাকা এবং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল।

এছাড়া আগামী ১০ বছরের মধ্যে দেশের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ পানযোগ্য পানি এবং অন্যান্য প্রয়োজনে সাশ্রয়ী মূল্যে পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

২০২৬ সালের মধ্যে সব পাবলিক প্লেসে নিরাপদ ও বিনামূল্যে পানি সরবরাহে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে—সে বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার শুনানিতে এমিকাস কিউরি হিসেবে মতামত দেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, মিনহাজুল হক চৌধুরী এবং ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নিরাপদ পানি #হাইকোর্ট #বিনামূল্যে নিরাপদ পানি #হাইকোর্টের রায়