আন্তর্জাতিক

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ‘অতিরঞ্জন নয়’: ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংসতা গণমাধ্যমের অতিরঞ্জন বা রাজনৈতিক সহিংসতা হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জয়সওয়াল ব্রিফিংয়ে বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে চরমপন্থীদের লাগাতার সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। তিনি ময়মনসিংহে এক ব্যক্তিকে হত্যার নিন্দা জানিয়ে দ্রুত বিচার প্রত্যাশা প্রকাশ করেন।

জয়সওয়াল আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে বাংলাদেশে ২ হাজার ৯০০টির বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।

বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ভারত সমর্থন করে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারতে #রণধীর জয়সওয়াল #সংখ্যালঘুদের ওপর সহিংসতা #রাজনৈতিক সহিংসতা