আন্তর্জাতিক

ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইলি আগ্রাসনের মধ্যে গাজা উপত্যকায় ৫০০ ফিলিস্তিনি পবিত্র কুরআন শরীফ মুখস্ত করেছেন।

গেল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা জানানো হয়।

স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কোরানে হাফেজ, তাদের পরিবারের সদস্য, শিক্ষক ও বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কুরআন মুখস্ত করা কেবল ধর্মীয় অর্জন নয়।  ফিলিস্তিনি পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের প্রতিরোধের প্রতীক।

অনুষ্ঠানে জানানো হয়, বিমান হামলা, বিদ্যুৎ ও পানি সংকট এবং নিরাপদ আশ্রয়ের অভাব থাকার পরও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত বাড়ি, আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী শ্রেণিকক্ষে মোমবাতির আলোতে পড়াশোনা করেছেন

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইলি #গাজা উপত্যকা #৫০০ ফিলিস্তিনি #পবিত্র কুরআন শরীফ মুখস্ত