চলতি মাস ডিসেম্বরের আগামী ২৯ ও ৩০ তারিখ বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় প্রশিক্ষণের জন্য মিসাইল ফায়ারিং করবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে ওই এলাকায় নৌচলাচল না করার অনুরোধ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত করবে। এ সময় জান-মালের নিরাপত্তায় সব নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এসএইচ//