বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে বঙ্গোপসাগর থেকে ৯ ভারতীয় জেলেসহ একটি মাছ ধরা ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করেছে। ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে ছিলেন। তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।
ওসি বলেন, সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ পাওয়া গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছ জব্দ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর একই এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আরও একটি ভারতীয় মাছ ধরা ট্রলার আটক করে নৌবাহিনী।
আই/এ