জাতীয়

আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট। যেহেতু দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগকে তালিকা থেকে বাদ দিয়েছে, সেহেতু তারা এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না।

এ সময় প্রধান উপদেষ্টার কাছে পাঁচ মার্কিন আইনপ্রণেতার পাঠানো চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তিনি চিঠিটি দেখেননি এবং এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #আওয়ামী লীগ #প্রেস সচিব