আন্তর্জাতিক

হাদি হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি নিহত ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

এর আগে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ওসমান হাদি হত্যাকাণ্ডে #সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে #জাতিসংঘ মহাসচিব #আন্তোনিও গুতেরেস