ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুধুমাত্র একটি ভবনের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা হয়েছে ৪৫ জনের মরদেহ। সোমবার (১৫ ডিসেম্বর) দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এসব দেহাবশেষ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল। নির্বিচার বোমাবর্ষণে উপত্যকার অসংখ্য আবাসিক ভবন ধসে পড়েছে। সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনী কিছু এলাকা থেকে সরে যাওয়ায় উদ্ধারকর্মীরা এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বের করে আনার কাজ শুরু করেছে।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আল জাজিরাকে জানান, ‘ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যদি আমাদের কাছে বড় এক্সকাভেটর থাকত, তাহলে অনেক কম সময়ে কাজ শেষ করা যেত।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এভাবে চললে পুরো উদ্ধার অভিযান শেষ করতে প্রায় তিন বছর লেগে যেতে পারে।’
যে ভবনটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেখানে বসবাসকারী পরিবারের এক আত্মীয় আবু মুহাম্মদ সালেম জানান, ‘ইসরাইলি বোমাবর্ষণের সময় পুরো বাড়িটি ধসে পড়ে এবং ভেতরে থাকা সবাই চাপা পড়ে মারা যান।’
এসএইচ//