আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। ওইদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বুধবার বিকেলেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিটিভি ও বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে সিইসির কক্ষে সব কমিশনাররা বৈঠক করেন।
এর আগে এদিন দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসির নেতৃত্বাধীন ইসির পাঁচ সদস্যের প্রতিনিধিদল। দুপুর সাড়ে ১২টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং বেলা ২টার দিকে প্রতিনিধিদল বঙ্গভবন ত্যাগ করে।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন সংশ্লিষ্ট যাবতীয় প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়ে থাকে। এরপরই সিইসির ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়।
এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং নির্দিষ্ট প্রক্রিয়ার আওতায় থাকা কয়েদিরাও আইটি–সমর্থিত ডাক ব্যালটে ভোট দিতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি মানুষ ভোট দেবেন। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ফলে ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এমএ//