আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫ আসনের প্রাথমিক মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেই তালিকায় আসে মনজুর কাদেরের নাম।
২০০১ সালের জাতীয় নির্বাচনে মনজুর কাদের সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন। পরবর্তীতে আসনটি বিলুপ্ত হলে, তিনি ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে মাত্র ২৫৫ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে পরাজিত হন তিনি।
বর্তমানে এনসিপির মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেজর (অব.) মনজুর কাদের বলেন,বেলকুচি-চৌহালী আসন থেকে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করব। জনগণ যদি আমাকে এমপি হিসেবে বিশ্বাস করে ভোট দেন, তবে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা, তাঁত শিল্পের উন্নয়ন, এনায়েতপুর হাটের আধুনিকায়নসহ এলাকার সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করব।
বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি অন্য দলে যোগ দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি এবার বিএনপি থেকে মনোনয়ন চাইনি।‘
এমএ//