আন্তর্জাতিক

ভারতের বিদেশি পর্যটক তালিকায় বাংলাদেশ পাঁচ বছর ধরে দ্বিতীয়

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও ভারতে বিদেশি পর্যটক যাওয়ার শীর্ষ দেশের তালিকায় টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।  

সোমবার (০৯ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

এক পরিসংখ্যানে জানা গেছে, ২০২৪ সালে ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন বাংলাদেশি ভারত ভ্রমণ গেছেন। ২০২৩ সালে ভারত ভ্রমণ করেছেন ২১ লাখ ১৯ হাজার ৮২৬ জন বাংলাদেশী। ২০২৪ সালে ভারতে সবচেয়ে বেশী পর্যটক গেছে যুক্তরাষ্ট্র থেকে। এই সংখ্যা ১৮ লাখ ৪ হাজার ৫৮৬ জন।

ভারতের মহারাষ্ট্রে বিদেশি পর্যটকরা সবচেয়ে বেশী ভ্রমণ করেন। এখানে ২০২৪ সালে ৩৭ লাখ ৫ হাজার ১৭০ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। 

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারতে বিদেশি পর্যটক #শীর্ষ দেশের তালিকা #বাংলাদেশ