আমদানি-রপ্তানি

ভারত থেকে আমদানির খবরে একদিনেই পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

বাজার সহনীয় রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার চট্রগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। আজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। একদিন আগেও শনিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়।

রোববার (৭ ডিসেম্বর)  খাতুনগঞ্জে হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আড়তদার মোহাম্মদ ইদ্রিস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাজারে দেশি পেঁয়াজ শেষের দিকে এ কারণে দাম কিছুটা বেড়েছে। রবিবার খাতুনগঞ্জে ৯০ টাকা থেকে ১০০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ আগের দিন শনিবার এর আগে শুক্র ও বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে এক দিনেই কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা করে কমেছে।

এদিকে পেঁয়াজ আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরেও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

ব্যবসায়ী মনোয়ার হোসেন জানান, স্থানীয় শুকনা পেঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ১০০ টাকায় নেমে এসেছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ গতকাল প্রতি কেজি ১০০ টাকা ছিল, আজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পেঁয়াজ