দেশজুড়ে

কলাবাগান থেকে নারীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর এলাকার কুশিয়াহাটা আবাদী জমির পাশের একটি কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেসিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কলাবাগানের ভেতর উলঙ্গ ও চোখ উপড়ানো অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তার গলায় ওড়না পেঁচানো ছিল। লাশটি দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন।

নাজরান রউফ বলেন, “পিবিআইয়ের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ