আকাশযুদ্ধে নতুন মাইলফলক যোগ করল তুরস্ক। তাদের নির্মিত মানববিহীন যুদ্ধবিমান ‘বায়রাকতার কিজিলেলমা’ প্রথমবারের মতো আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে জেটচালিত চলন্ত লক্ষ্যবস্তু ভূপাতিত করে নতুন ইতিহাস গড়েছে।
রোববার (৩০ নভেম্বর) তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার ঘোষণা দেয়, বিশ্বে এই ক্ষমতা প্রদর্শনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমান হলো কিজিলেলমা। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাসে নতুন মাইলফলক যোগ হলো।
পরীক্ষায় স্থানীয়ভাবে তৈরি ‘গোকদোয়ান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। লক্ষ্য শনাক্ত ও ট্র্যাকিংয়ে ব্যবহৃত হয় তুরস্কের নিজস্ব প্রযুক্তির মুরাদ AESA রাডার। রাডার শনাক্ত করার পর কিজিলেলমার ডানার নিচে থাকা পড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তা উচ্চগতির জেটচালিত টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানে।
বায়কার জানায়, এটি তুরস্কের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে কোনো মানববিহীন যুদ্ধবিমান নিজস্ব রাডার সিস্টেম ব্যবহার করে আকাশযুদ্ধ সক্ষমতা প্রদর্শন করল। এর মধ্য দিয়ে কিজিলেলমা আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম UAV প্ল্যাটফর্ম হিসেবে ‘আকাশযুদ্ধ সক্ষমতা’ অর্জন করল।
এর আগে কিজিলেলমা একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সম্পন্ন করেছিল। যা তুরস্কের ভবিষ্যৎ এরোস্পেস কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এসএইচ//