অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার প্রেমিকা জোডি হেইডনকে বিয়ে করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় এটিই দেশটির প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিয়ে।
শনিবার (২৯ নভেম্বর) ৬২ বছর বয়সী আলবানিজ ক্যানবেরার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর বাগানে ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী আলবানিজ এক শব্দে লিখেছেন-“ম্যারিড”, সঙ্গে বউয়ের হাত ধরে থাকা একটি ভিডিও শেয়ার করেছেন।
২০২৪ সালে ভ্যালেন্টাইনস ডেতে প্রস্তাবের এক বছরের বেশি সময় পর এই বিয়ে অনুষ্ঠিত হলো। জোডির সঙ্গে তার পরিচয় হয় মেলবোর্নে পাঁচ বছর আগে একটি ব্যবসায়ী ডিনারে।
এসএইচ//