বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আগামী শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া সেল এক বিবৃতিতে জানায়, জুমার নামাজ শেষে ঢাকাসহ দেশের সব মসজিদে দলের উদ্যোগে এই দোয়া আয়োজন করা হবে। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের নিজ নিজ উপাসনালয়—মন্দির, চার্চ ও প্যাগোডায়—বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে দলটি।
এমএ//