আন্তর্জাতিক

আবুধাবিতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধিদল বৈঠক করেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বৈঠকের আয়োজন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, আলোচনার জন্য সোমবার আবুধাবিতে পৌছান মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল। ওই রাতেই রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে মতবিরোধ কমানোর চেষ্টা করেন। তবে এখনো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

এ বিষয়ে ইউক্রেন বলেছে,  ক্রেমলিনের কোন শর্ত যেন  তাদের উপর চাপিয়ে না দেয়া হয়।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউক্রেনের সামরিক গোয়েন্দা #আরব আমিরাতের আবুধাবি #রুশ প্রতিনিধি