আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হওয়ার পর ইসলামাবাদকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগান তালেবান সরকার।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমাদের আকাশসীমা ও জনগণ রক্ষা করা বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

এদিকে পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি তাদের ওপর হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করছে।

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উত্তেজনা ও সীমান্তসংঘর্ষ বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তানে #তালেবান সরকার #পাকিস্তানের বিমান হামলা