অন্যান্য

ভূমিকম্পের সময় উঁচু ভবনে থাকলে কী করবেন, কী করবেন না

উঁচু ভবনে থাকা অবস্থায় ভূমিকম্প শুরু হলে অনেকেই আতঙ্কে দৌড়াদৌড়ি করেন। অথচ এমন পরিস্থিতিতে আতঙ্কই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে। ভূমিকম্পের সময় সঠিক নিয়ম মেনে চললে বড় বিপদ এড়ানো সম্ভব। 

উঁচু ভবনে থাকা অবস্থায় কী করবেন, কী করবেন না তা ধাপে ধাপে জেনে নিন-

দৌড়াবেন না, লিফটে নামার চেষ্টা করবেন না

ভূমিকম্প শুরু হতেই লিফট ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। লিফট আটকে যেতে পারে বা বিদ্যুৎ চলে গেলে ঝুঁকি আরও বাড়ে। অনেকেই সিঁড়ির দিকে দৌড়ান—এটাও বিপজ্জনক। দৌড়ানোর সময় ভারসাম্য হারানো বা ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকে।

“ড্রপ, কভার, হোল্ড” নিয়ম মানুন

বিশ্বমানের জরুরি নির্দেশনা হলো:

ড্রপ (Drop): মাটির কাছে ঝুঁকে পড়ুন।

কভার (Cover): মজবুত টেবিল, ডেস্ক কিংবা যেকোনো ভারী আসবাবের নিচে আশ্রয় নিন। কাছে কিছু না থাকলে মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে বসুন।

হোল্ড (Hold): আসবাব শক্ত করে ধরে থাকুন, যেন নড়াচড়া হলেও আপনি সুরক্ষিত থাকেন।

কাচ, জানালা বা আলগা জিনিস থেকে দূরে থাকুন

উঁচু ভবনে জানালার কাচ, ঝাড়বাতি, বুকশেলফ বা আলগা দেয়াল সাজসজ্জা সহজেই পড়ে যেতে পারে। তাই এসব থেকে দূরে নিরাপদ কোণে থাকুন।

ভবনের কোনো কলাম বা লোড-বিয়ারিং দেয়ালের পাশে দাঁড়ানো নিরাপদ

টেবিল না পেলে কলাম, স্তম্ভ বা লোড-বিয়ারিং দেয়ালের পাশে বসে মাথা ঢেকে রাখুন। ভবনের সবচেয়ে শক্ত অংশই হলো এসব স্ট্রাকচারাল এলিমেন্ট।

কম্পন থামা পর্যন্ত স্থির থাকুন

ভূমিকম্পের সময় সিঁড়িতে যাওয়ার চেষ্টা করবেন না। কম্পন পুরোপুরি বন্ধ হওয়ার পর শান্তভাবে বের হওয়ার প্রস্তুতি নিন।

কম্পন থামার পর সিঁড়ি ব্যবহার করুন

কম্পন বন্ধ হলে সতর্কভাবে সিঁড়ি দিয়ে নামুন। লিফট তখনও ব্যবহার করবেন না, কারণ আফটারশক বা বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি থাকে। দেয়াল, জানালা বা ভাঙা অংশ এড়িয়ে চলুন।

গ্যাস, বিদ্যুৎ, পানি লাইনে সমস্যা আছে কিনা দেখুন

নিচে নেমে নিরাপদ জায়গায় আসার পর গ্যাস লাইন লিক করছে কিনা নজর দিন, ভবনে ফাটল বা ভেঙে পড়ার চিহ্ন আছে কিনা দেখুন, জরুরি প্রয়োজনে ৯৯৯ বা ফায়ার সার্ভিসে খবর দিন।

আফটারশকের জন্য প্রস্তুত থাকুন

ভূমিকম্পের পর আরও ছোট কম্পন (আফটারশক) আসতে পারে। তাই ভবনে দ্রুত ফেরার চেষ্টা করবেন না, পুরো এলাকা নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত বাইরে খোলা স্থানে থাকুন।

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখুন

মোবাইলে কল না গেলে এসএমএস বা ইন্টারনেট মেসেজ ব্যবহার করুন। এতে নেটওয়ার্ক চাপও কম পড়ে।

জরুরি কিট রাখার অভ্যাস করুন

উঁচু ভবনে থাকলে সবসময় একটি জরুরি কিট রাখতে পারেন। টর্চ, পাওয়ার ব্যাংক, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, পানির বোতল ইত্যাদি।

ভূমিকম্পে আতঙ্কের চেয়ে সচেতনতা বেশি কার্যকর। সঠিক সময় সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #উঁচু ভবন #ভূমিকম্প #ঝুঁকি