আন্তর্জাতিক

ফের চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 'কাশিওয়াজাকি-কারিওয়া' আবারো চালু করবে জাপান। পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করতে এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০১১ সালের ভয়াবহ ফুকুশিমা দুর্ঘটনার পর দেশটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়।

কিয়োডো নিউজ এবং নিক্কেই বিজনেস ডেইলি জানিয়েছে, এ সপ্তাহেই স্থানীয় গভর্নরের কাছ থেকে কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম পুনরায় শুরু করার অনুমোদন দিবেন। আগামী শুক্রবার (২১ নভেম্বর) এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০১১ সালের সুনামি ও ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার পর জাপান তার সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয়। ফলে দেশটির জনসাধারণ জ্বালানির উৎস নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কাশিওয়াজাকি-কারিওয়া #জাপান #পারমাণবিক শক্তি