খেলাধুলা

২২ বছর পর ফুটবলে ভারত বধ

অবঃশেষে দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে মোরসালিনের দেয়া একমাত্র গোলে এ কাঙ্ক্ষিত জয়ের দেখা পেলো বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

যদিও বাছাইয়ে দুই দল আগেই ছিটকে গেছে। তাই আক্ষরিক অর্থে এ ম্যাচের তেমন গুরুত্ব ছিল না। কিন্তু দক্ষিণ এশিয়ার ডার্বি বলে পরিচিত এই ম্যাচটা সব কিছু ছাপিয়ে ছিল মর্যাদার লড়াই। তার ওপর পয়েন্ট টেবিলে একে অপরের চেয়ে এগিয়ে লড়াইও। 

সেই লড়াইয়ে প্রথমার্ধেই লিড নেয় বাংলাদেশ। সেই গোলটি করেছেন শেখ মোরসালিন। শেষ পর্যন্ত তার গোলটিই হয়ে থাকে জয় সূচক গোল। 

ম্যাচের শুরু থেকে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিয়ে ভারত আক্রমণে এগিয়ে থাকে। তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর গ্লাভসে জমা পড়লে তাতে দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। 

ম্যাচের ১১ মিনিটে মাঝমাঠ মাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটতে থাকেন মোরসালিন। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে মাপা পাস বাড়ান রাকিব। অন্য প্রান্তে থাকা মোরসালিন প্রয়োজনীয় টোকায় ভারতের গোল কিপার গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়েই ডানা মেলে উদযাপনে মাতেন।  উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারী, পুরো দেশ।

লাল-সবুজের জার্সিতে এ নিয়ে তার গোল হলো ৭টি। 

শেষ দিকে এসে ভারত আক্রমণের ধার বাড়লেও তাতে শেষ রক্ষা হয়নি।  বাংলাদেশে খেলতে এসে ২২ বছর পর তাদের পরাজয়ের স্বাদ বরণ করতে হয়।    

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ