আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত সপ্তাহে পৃথক দুটি সন্ত্রাসবিরোধী অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৫ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীই তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ নভেম্বর ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত প্রথম অভিযানে টিটিপি নেতা আলম মেহসুদসহ ১০ জঙ্গি নিহত হয়। এরপর উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায় দ্বিতীয় অভিযানে আরও ৫ জঙ্গিকে হত্যা করা হয়।

তারা আরও জানায়, এলাকাজুড়ে এখনো কোনো জঙ্গি থাকলে তাকে খুঁজে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে।

অভিযান সফল হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে জাতি সশস্ত্র বাহিনীর পাশে আছে।

ইসলামাবাদ অভিযোগ করছে, আফগান ভূখণ্ড থেকে টিটিপি জঙ্গিরা পাকিস্তানে হামলা চালায়; তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, পাকিস্তান সেনাবাহিনী এসব জঙ্গিকে ভারত-সমর্থিত খারেজি বলে দাবি করলেও ভারত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তানে #তেহরিক-ই-তালেবান #খাইবার পাখতুন #আইএসপিআর