দেশজুড়ে

২৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

ফাইল ছবি

বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ভারতীয় উপকূলের কাছে অবস্থানকালে ২৯ জেলেসহ এফবি আমেনা গণি নামে বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলারকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড।

শনিবার (১৫ নভেম্বর) ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা উপকূলীয় এলাকায় অবস্থানকালীন দেশটির কোস্টগার্ড তাদের ধরে নিয়ে যায়। চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদফতরের পরিচালক মো. আবদুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলারের মালিক সৈয়দ নূর জানিয়েছেন, মহেশখালীর ধলঘাট এলাকা থেকে ১২ নভেম্বর সকাল ১০টায় ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সেখানে দুজন মাঝি ও চালকসহ ২৯ জন ছিলেন। মাঝিরা ফোন করে জানিয়েছেন ভারতীয় কোস্টগার্ড আটক করেছে। তিনি বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরকে মৌখিকভাবে জানিয়েছেনবর্তমানে ট্রলার ও আটককৃতরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা কোস্টাল থানা হেফাজতে রয়েছে। তবে কী কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি

ট্রলারে আটক নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম বলেন, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সর্বশেষ স্বামীর সঙ্গে কথা হয়েছেতিনি জানিয়েছেন তারা ঘন কুয়াশায় পড়ে পথ ভুলে গেছেন। রাত ৯টা থেকে ফোন দিয়ে আর সংযোগ পাননি

চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আবদুস ছাত্তার  বলেন, বিষয়টি তিনি শুনেছেনআটক জেলে ও মাঝির বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রলার