গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে জাতিসংঘে নিজস্ব খসড়া প্রস্তাব দিয়েছে রাশিয়া। খসড়ায় জাতিসংঘ মহাসচিবকে একটি আন্তর্জাতিক বাহিনীর ধারণা দিতে বলা হয়েছে।
রাশিয়া জানিয়েছে, তারা একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য যুদ্ধবিরতি চায়।
যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব অনুসারে, গাজা ২০২৭ সালের শেষ পর্যন্ত দুই বছরের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা বা বোর্ড অব পিসের নিয়ন্ত্রণে থাকবে। এর নেতৃত্ব দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গাজায় শান্তি বাস্তবায়নে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মিসরের মতো দেশগুলোর সমন্বয়ে প্রায় ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী গড়ে তোলা হবে।
এসএইচ//