তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের সামরিক যন্ত্রাংশ বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই অনুমোদন দিল মার্কিন প্রশাসন।
মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, তাইওয়ান তাদের এফ-১৬, সি-১৩০ ও আইডিএফ যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রাংশ, কম্পোনেন্টস ও মেরামত-সহায়তা চাইলে ওয়াশিংটন তা অনুমোদন দেয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিই তাইওয়ানের জন্য প্রথম অস্ত্র বিক্রির অনুমোদন।
অপরদিকে, এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বেইজিং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। অন্যদিকে,চীন তাদের "এক চীন" নীতির অধীনে তাইওয়ানকে তাদের মূল ভূখন্ডের একটি অংশ মনে করে।
এসএইচ//