আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় যুদ্ধ প্রস্তুতিতে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সমাবেশের পর এবার ভেনেজুয়েলাও নেমেছে প্রস্তুতিতে! দেশটির রাস্তাঘাটে চলছে সেনা চলাচল, ভারী অস্ত্র আর সামরিক যান মোতায়েনের ব্যস্ততা।

সিএনএন জানিয়েছে, বুধবার (১২ নভেম্বর) থেকেই ভেনেজুয়েলার সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, এই মহড়া আসলে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী হুমকি-র জবাব। এটিই তাদের প্রস্তুতির প্রথম ধাপ।

উল্লেখ্য, শুধু নিয়মিত বাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে এমন নয়, সঙ্গে আছে বলিভারিয়ান মিলিশিয়াওযারা মূলত সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত একটি রিজার্ভ বাহিনী। হুগো শাভেজের সময়ে গঠিত এই বাহিনীকে এখন মাদুরো সরকার আরও সক্রিয় করেছে। 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্যারিবীয় সাগরে #যুক্তরাষ্ট্রে #ভেনেজুয়েলা #যুদ্ধজাহাজে #যুদ্ধ