ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ভবিষ্যতের যুদ্ধ হবে মহাকাশে। রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে এমন ইঙ্গিত দিয়ে এটাকে সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় বলেও তার বক্তব্যে উল্লেখ করেন।
বুধবার (১২ নভেম্বর) ফ্রান্সের তুলুসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া মহাকাশ থেকে গুপ্তচরবৃত্তি ও সাইবার আক্রমণ চালাচ্ছে, যা ফ্রান্সের নিরাপত্তার জন্য বড় হুমকি।
ম্যাক্রোঁ অভিযোগ করেন, রুশ মহাকাশ যানগুলো ফরাসি উপগ্রহগুলোকে পর্যবেক্ষণ করছে এবং ফরাসি জিপিএস সিগন্যাল জ্যাম করছে। এ পরিস্থিতিতে মহাকাশে সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দেন তিনি।
ফ্রান্স ২০৩০ সাল পর্যন্ত মহাকাশ প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে বলে জানান ম্যাক্রোঁ। যদিও তিনি ব্যয়ের বিস্তারিত জানাননি, ধারণা করা হচ্ছে নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার ও উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিন উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।
এসএইচ//