ফিলিস্তিনের গাজা শহরের বিষয়ে যুক্তরাষ্ট্রের তৈরী করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র সরকারকে চিঠি লিখে বিশ্বব্যাংক এই সমর্থন জানিয়েছে।
খসড়া প্রস্তাবে বলা হয়েছে, গাজায় একটি অন্তর্বর্তীকালীন শাসন সংস্থার জন্য দুই বছরের ম্যান্ডেট অনুমোদন করা হবে।
গেল বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ একটি তথাকথিত 'অন্তর্বর্তীকালীন শাসন প্রশাসন বোর্ড' গঠনের বিষয়ে আলোচনা শুরু করে। এই বোর্ড গাজার পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী সংস্থা প্রতিষ্ঠার অনুমোদন দিবে।
এসএইচ//