জাতীয়

শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর শক্ত একটা অবস্থান নিতে হবে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা বলেছেন যারা জুলাইয়ের আন্দোলন করেছে সবাই টেরোরিস্ট১৮ কোটি লোককে টেরোরিস্ট বলে তিনি ক্ষমতায় আসতে চাচ্ছেন। মানে তিনি চান ১৮ কোটি মানুষকে হত্যা করে ক্ষমতায় আসবেন। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর শক্ত একটা অবস্থান নিতে হবে। কেননা এটা আমাদের জন্য অস্তিত্বের ওপর হুমকি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহারশীর্ষক এক সংলাপে এসব এসব কথা বলেন তিনি

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী বাম নেতা সাইফুল ভাই আন্দোলনে ছিলেন, তিনি টেরোরিস্ট। আমির খসরু ভাই শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলনে ছিলেন, তাকে বলা হচ্ছে টেরোরিস্ট। আন্দোলনে যারা লেখালেখি করেছেন, সবাই টেরোরিস্ট। টেরোরিস্ট শব্দটা বলা সহজ, কিন্তু যখন কাউকে টেরোরিস্ট বলছেন তাকে হত্যার যোগ্য করছেন সেটা আন্দোলনকারীদের অস্তিত্বের ওপর হুমকি শেখ হাসিনার বিষয়ে সবাইকে স্পষ্ট বলতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সবাই যদি একমত হতো তাহলে দেশে বাকশাল হতো না। দ্বিমত থাকবেই, এর ভিত্তিতে ঐকমত্যে গিয়ে একটা সিদ্ধান্ত হবে। যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিতে পারে, সে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার তাদের সিদ্ধান্ত নেবে। এটা খুব দ্রুতই হবে।

তিনি আরও বলেন, আরেকটা বিষয় হলো, নির্বাচন নিয়ে কোনও ধরনের অনিশ্চয়তার বিষয় যেন না থাকে। সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। জুলাই সনদে সবকিছুই এসেছে। যেসব শাসনতান্ত্রিক বিষয় পত্রিকায় এসেছে আপনারা দেখছেন। যদি ভাবেন এ সরকার ৯ মাসে সব ঠিক করে ফেলবে, সেটা হয় না।

শফিকুল আলম বলেন, ‘আমরা চাচ্ছি, এমন একটা রাজনৈতিক সমঝোতা করা যাতে সে ডানপন্থি হোক বা বামপন্থি, সে যেন গণতন্ত্রের প্রতি আস্থাশীল থাকে। এটাকে নিশ্চিত করা। না হলে দেশের বাইরে সঠিক বার্তা যাবে না। সঠিক বার্তা না গেলে এখানে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আসবে না। আর এফডিআই না হলে কর্মসংস্থান বাড়বে না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শফিকুল আলম